আনোয়ারার বারখাইনে ১৭টি পূজা মণ্ডপ পরিদর্শনসহ দুই লাখ ষাট হাজার নগদ অর্থ এবং ২৫০০ হাজার পিচ বস্ত্র বিতরণ করেছেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি ও ব্যাংকের পরিচালক শিল্পপতি আসিফুজ্জামান চৌধুরী জিমির পক্ষে তিনি এসব অর্থ ও বস্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক রনধীর দত্ত, হিমাংসু বিকাশ দেব, আনোয়ারা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দোলন মজুমদার, সাধারণ সম্পাদক নিউটন সরকার, পরিমল সিকদার, পিটু লাল সিকদার, অনুপম সিকদার সিটু, ইমরান খান, অনুপ দত্ত মান্না, জোটন মজুমদার, খোরশেদুল আলম হিরু, মামুনুর রশিদ, আনোয়ারা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মোরশেদ হোসেন, সুমন শাহ, সোহেল, রুপেশ দত্ত, কমল মজুমদার, কাশেম মেম্বার, কামাল মেম্বার, মাহমুদুর রহমান জান্টু, মনু মেম্বার, পরিমল দত্ত, প্রদীপ দত্ত কনক, রনি সিংহ, তাপস সিকদার, ডি কে দত্ত দিপু, নিরুপম দত্ত, ইমন দত্ত মিটু, মিটু দত্ত, গোপন সিকদার, আমজাদ হোসেন আসিফ, সাকিব আহমদ, মো. রাসেল, মো. মানিক, আতিকুল ইসলাম, মো. আসিফ, জাবেদুল ইসলাম, মো. ছোটন, নাজমুল হক, সেতু দত্ত, সেতু দাশ, টিপন মহাজন, টিটু মহাজন, টিটু দত্ত, রনি দত্ত, ফিরুজ খান, জাহেদ হোসেন, আরিফুর রহমান, মো. নাঈম, জনি, রনি দত্ত প্রমুখ।