চট্টগ্রামের প্রবেশদ্বার বারইয়ারহাটে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির নামে ‘ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চত্ত্বর’ নির্মাণ সংক্রান্তে গত ১ অক্টোবর উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিনের সাথে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ মিরসারই উপজেলা শাখার এ সভা সংগঠনের সভাপতি নয়ন কান্তি ধুমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান বলেন, আমাদের সকল কাজে মুক্তিযোদ্ধাদের স্মৃতি অম্লান হয়ে থাকবে। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গৌরবান্বিত করতে মুক্তিযোদ্ধার সন্তানদের এই উদ্যোগ প্রশংসনীয়। তিনি সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মাহবুব-উর রহমান রুহেলকে নিয়ে ডিজাইন করার কথা জানান। সংগঠনের সভাপতি ১নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির নামে বারইয়ারহাটে বহুমুখী রাস্তার মোড়টিকে ‘ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চত্বর’ তিনি প্রসঙ্গে বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিকে অম্লান করতে এবং নতুন প্রজন্মকে এই বীরের বীরত্বগাথা ইতিহাস তুলে ধরতে এই উদ্যোগ। সভায় ২০১৫ সলের ২৭ জুন সংগঠনের পক্ষে জেলা প্রশাসককে দেয়া স্মারকলিপি ও উপজেলা সমন্বয় সভায় পাশ হওয়া যাবতীয় কাগজপত্র উপজেলা চেয়ারম্যানকে হস্তান্তর করা হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা নাজমুল, সাধারণ সম্পাদক আবু জাফর, সহ-সভাপতি তানসেন, মো. মহিউদ্দিন, মো. আশেক এলাহী রাসেল, সরওয়ার্দী নিজামী নওফেল, ইয়াসিন উল্লাহ, আরিয়ান ভাষানি, নুর উদ্দিন, আনোয়ার, কানন, মামুন, সৈকত, সজল, জয়নাল, ভুট্টু, আলা উদ্দিন, মামুন, গোলাম রসুল, তাহের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।