বারইয়ারহাটে বিদ্যুৎ গ্রিড স্টেশনে আগুন, অন্ধকারে মীরসরাই

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ২৫ জানুয়ারি, ২০২১ at ৮:৫২ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার বারইয়ারহাটস্থ বাংলাদেশ বিদ্যুৎ বোর্ডের মূল গ্রিডের সাব স্টেশনে আগুন লেগে পুরো মীরসরাই উপজেলা অন্ধকার হয়ে পড়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৭টায় গ্রিড সাব স্টেশনে আগুন লাগার পর একে একে ট্রান্সফরমারগুলো পুড়ছিল। আর উৎসুক জনতা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনার সাহস করছিল না। অবশেষে রাত ৮টা নাগাদ মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা তানভিরসহ একটি টিম রাত ৯ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর ঘটনাস্থলে অনেকগুলো বৈদ্যুতিক ট্রান্সফরমার পুড়ে ছাই হয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। জানা গেছে, পাওয়ার গ্রিড কোম্পানির বারইয়ারহাট গ্রিড উপ-কেন্দ্রে গতকাল দুপুরে পরীক্ষামূলকভাবে ২০০ কেভির পাওয়ার ট্রান্সফরমার চালু করা হয়। সন্ধ্যা ৭টায় হঠাৎ একটি বিকট শব্দ হয়ে ট্রান্সফরমারটিতে আগুন ধরে যায়। পরে পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর বারইয়ারহাট জোনাল অফিসের লাইনম্যানের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুনের মাত্রা বেড়ে গেলে মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরাও তাতে যোগ দেন। প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সভাপতি জাবেদ ইকবাল বলেন, বারইয়ারহাট গ্রিড উপ-কেন্দ্রে আগুন লাগার খবর শুনে আমি দ্রুত ঘটনাস্থলে যাই। বারইয়ারহাট জোনাল অফিসের লাইনম্যানরা জীবনের ঝুঁকি নিয়ে ট্রান্সফরমারটির আগুন নিয়ন্ত্রণের জন্য বালু নিক্ষেপ করে ও অন্য ট্রান্সফরমারের তারের সংযোগ বিচ্ছিন্ন করে। আশা করি রাতের মধ্যে পুনরায় পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে।
মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, বারইয়ারহাট গ্রিড উপ-কেন্দ্রে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি।
পল্লী বিদ্যুৎ- ৩ মীরসরাইয়ের ডিজিএম সাইফুল আহমেদ জানান, পাওয়ার সেন্টারটি পিডিবির আওতাধীন। আগুন লাগার সঠিক কারণ তদন্ত ছাড়া বলা যাবে না বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধঘাতক দালাল নির্মূল কমিটি বন্ধের দাবি তুললেন জাপার ফিরোজ
পরবর্তী নিবন্ধঅ্যান্টিবডি টেস্টের অনুমতি