বারইয়ারহাটে ট্রেনে কাটা পড়ে গৃহবধূ নিহত

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর, ২০২২ at ১০:২৫ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলরুটে ট্রেনে কাটা পড়ে শিরিনা বেগম (৫০) নামের এক গৃহবধু নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টায় চট্টলা নামক ট্রেনে দুর্ঘটনাটি ঘটে। শিরিনা বেগম ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা আলোকদিয়া গ্রামের নুরুল হুদার স্ত্রী। প্রত্যক্ষদর্শিরা জানান, সকালে বারইয়ারহাট পৌরসভায় চিকিৎসকের কাছে যাচ্ছিলেন শিরিনা বেগম। রেললাইন পার হওয়ার সময় কিশোরগঞ্জমুখী চট্টলা ট্রেনের নিচে কাটা পড়েন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। চিনকী আস্তানা স্টেশন মাস্টার মো. সিরাজুল ইসলাম বলেন, লেভেল ক্রসিংয়ে তখন গেট দেওয়া ছিল। ওই নারী আরও ১০০ মিটার উত্তরে হটাৎ রেললাইনে উঠে যায় এবং ট্রেনে কাটা পড়ে।

পূর্ববর্তী নিবন্ধতিন হাজার লিটার চোরাই তেলসহ আটক ১
পরবর্তী নিবন্ধশিশু সাহিত্যিক রমজান আলী মামুনের স্মরণসভা