মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। গত ৬ আগস্ট দুপুর থেকে বিকেল পর্যন্ত বারইয়ারহাট–রামগড় সড়ক ও ঢাকা–চট্টগ্রাম পুরাতন মহাসড়কে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও বারইয়ারহাট পৌরসভা।
অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বারইয়ারহাট পৌরসভার প্রশাসক সোমাইয়া আক্তার। ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতে ৯টি মামলায় ৯৭ হাজার টাকা অর্থণ্ড দেওয়া হয়। এদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানোয় স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সমর মজুমদার, হিসাব রক্ষণ কর্মকর্তা মুলকেতুর রহমান, উপ–সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, প্রধান সহকারী মুহাম্মদ আবদুল হক প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার ও বারইয়ারহাট পৌরসভার প্রশাসক সোমাইয়া আক্তার বলেন, জনদুর্ভোগ কমানো, পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং বাজার এলাকাকে যানজটমুক্ত রাখতে উক্ত উচ্ছেদ অভিযান চালানো হয়।