বারইয়ারহাট–রামগড় সড়কের মীরসরাই উপজেলার নয়টিলা এলাকায় সিমেন্ট বোঝাই গাড়ি উল্টে ৬ ঘণ্টা সড়কে তীব্র যানজট ছিল। গতকাল সকাল ১১টার দিকে পাহাড়ি সড়কের নয়টিলা মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় যাত্রীরা তীব্র গরমে দুর্ভোগে পড়ে। পরে বিকেল ৫টার দিকে গাড়িটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, দুর্ঘটনার পরে দীর্ঘক্ষণ মহাসড়কে এভাবে একটি গাড়ি পড়ে থাকায় দুর্ভোগের কবলে পড়তে হয় যাত্রী সাধারণদের। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম জানান, সিমেন্ট বোঝাই গাড়ি উল্টে সড়কে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ সদস্যদের সহযোগিতায় গাড়ি উদ্ধার করে সড়ক উন্মুক্ত করা হয়।