বারইয়ারহাট থেকে চুরি হওয়া বাস ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ৩

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:১০ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার বারইয়াহাট থেকে চুরি হওয়া চয়েস পরিবহনের একটি বাস ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরির সাথে জড়িত থাকায় বাসচালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি আবদুল্লাহ আল হারুন।গ্রেপ্তাররা হলেন বাসের চালক ফটিকছড়ির ভূজপুর থানার ইসলামাবাদ গ্রামের আবদুর রহমানের ছেলে মো. ইব্রাহিম (২৫), ঢাকার যাত্রাবাড়ীর আবদুল মোতালেবের ছেলে মোহাম্মদ শাহিন (৩৯) ও বরিশালের উজিরপুর এলাকার মৃত ফারুকর ছেলে মো. নাছির উদ্দিন (৩৫)।জোরারগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি রাতে বারইয়ারহাটচট্টগ্রাম সড়কে চলাচলকারী চয়েস পরিবহনের একটি বাস বারইয়ারহাট পৌর এলাকা থেকে চুরি করে নিয়ে যায় চোরের দল। চুরির ঘটনায় বাস মালিক আইনুল কবির জোরারগঞ্জ থানায় চারজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের সূত্র ধরে গত শুক্রবার রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে বাসটি উদ্ধার করা হয়। ওসি আবদুল্লাহ আল হারুন জানান, বাসচালক ইব্রাহিম একটি নকল স্ট্যাম্প তৈরি করে বাসটি ঢাকায় বিক্রি করে দেয়। পরে বাসমালিকের দেয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে থানার একটি টিম বাসটি যাত্রাবাড়ী এলাকায় মো. নাছির ও মো. শাহীনের কাছ থেকে উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাময়িক বরখাস্তের পর ভিকারুননিসার শিক্ষক মুরাদ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধভুল চিকিৎসা হলে কঠোর ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী