নগরের বায়েজিদ লিংক রোড এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় জোনায়েদ হোসেন (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা ৫নং ওয়ার্ডের ফকিরহাট রফিক সওদাগর বাড়ির মরহুম মো. জাফরের ছোট ছেলে। সে পেশায় টাইলস মিস্ত্রি ছিল বলে জানা যায়।
জানা গেছে, বিকেলে বন্ধুরা মিলে শহরে ঘুরতে বের হয় জোনায়েদ। পথিমধ্যে বায়োজিদ লিংক রোড এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত কাভার্ডভ্যান জোনায়েদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, বিকেলে বায়েজিদ লিংক রোডে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি ঘটনার স্থানটি সীতাকুণ্ড থানায় পড়ায় তারাই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। সীতাকুণ্ড মডেল থানার উপ–পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, অজ্ঞাত একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আজাদীর ফটিকছড়ি প্রতিনিধি জানান, নিহত জুনায়েদ ৬ জন বন্ধু মিলে শুক্রবার ৩টি মোটরসাইকেল নিয়ে বায়েজিদ লিংক রোডে বেড়াতে গিয়েছিল। এসময় লিংক রোডে কাভার্ডভ্যানের সাথে ধাক্কা খেলে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই জুনায়েদের মৃত্যু হয়। এসময় অন্য ২জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
এ ব্যাপার জুনায়েদের চাচা মো. রাশেদ বলেন, জুনায়েদের বাবাও মারা গিয়েছেন প্রবাসে দুর্ঘটনায়। এরপর থেকে তার মা অনেক দুঃখে কষ্টে জুনায়েদ এবং তার আরেক ভাই ও বোনকে মানুষ করেছেন। এত কষ্টে বড় করা ছেলে–মেয়েরা এভাবে মারা গেলে সে পরিবারে আর কি থাকে? তার মায়ের স্বপ্ন নিমিষেই শেষ।












