‘এসো মিলি প্রাণের উৎসবে’ এই স্লোগানকে সামনে রেখে মহানগরীর বায়েজিদ মডেল স্কুলে উদযাপিত হয়েছে বসন্ত উৎসব। উৎসব উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মাজহারুল হক। প্রধান অতিথি ছিলেন চমেক সাবেক শিশু স্বাস্থ্য বিভাগীয় প্রধান প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি এ ধরনের বিনোদনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে তাদের মেধার বিকাশ ঘটবে। অনুষ্ঠানে ডা. প্রণব কুমার চৌধুরীর স্কুল স্বাস্থ্য বইটির মোড়ক উন্মোচন করা হয়।
শিক্ষার্থীরা বসন্তে নব সাজে, হলুদ বর্ণের শাড়ি ও মাথায় নানান রঙের ফুলের সমাহারে নাচ–গানে বাঙালির সংস্কৃতিকে তুলে ধরে বিনোদনমূলক অনুষ্ঠান ‘বসন্ত এসে গেছে’ পালন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের আনন্দধারা সাংস্কৃতিক একাডেমির পরিচালক বাচিকশিল্পী আয়েশা হক শিমু। এতে অন্যান্যের মধ্যে ছিলেন প্রধান শিক্ষক ফাতেমা জান্নাত, সিনিয়র সহকারী শিক্ষিকা মুন্নি বড়ুয়া, মো. আল ঈশাদ চৌধুরী, মোহাম্মদ মানজুরুল হক, রোমানা আক্তার, তানভীর তাবাসসুম তারিন, রাজিয়া সুলতানা সুমি, তানিয়া আফরোজ তন্বী, নন্দিতা ধর, তাহমিনা ইয়াসমিন, ফওজিয়া আকতার বকুল, শাওরিন সুলতানা, রশ্মি বড়ুয়া, তাইফা ইয়াসমিন, জান্নাতুল বাকি শান্তা, সানজিদা সুলতানা সোমা, প্রিয়াংকা মল্লিক, মাহমুদুল হাসান, চৈতি, ফাইরোজ তৌফিক ও সানি। প্রেস বিজ্ঞপ্তি।