বায়েজিদ থেকে লুট হওয়া ৭২ কার্টন সিগারেট উদ্ধার

জড়িত দুইজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৩ নভেম্বর, ২০২৪ at ৪:৩৫ পূর্বাহ্ণ

লুট হওয়ার দ্বিতীয় দিনে ৭২ কার্টন সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত মো. ইউসুফ (২৬) ও রবিউল হাসান রবিন (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল ভোরে বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃত আসামিরা গত রোববার সকাল সাড়ে ৯টার দিকে সিগারেট নিয়ে যাওয়ার সময় বায়েজিদ বোস্তামী থানার চাবোর্ডের বিপরীতে আরএস ফ্যাক্টরির সামনে মোহাম্মদ সিয়াম নামে এক ভ্যান চালকের পথরোধ করে। এসময় তারা টিপছুরি দিয়ে তার বাম পায়ের রানে আঘাত করে এবং মারধর করে। এতে তার মাথা ফেটে যায়। একপর্যায়ে তারা ভ্যানগাড়িতে থাকা ১০০ কার্টন সিগারেট নিয়ে পালিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধজনগণকে ছাড়া কোনো সংস্কার গ্রহণযোগ্য হবে না : খসরু
পরবর্তী নিবন্ধবাতিল হচ্ছে ২৪ ট্রেনের ইজারা