বায়েজিদ থানার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কুমিল্লায় গ্রেপ্তার

| বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ at ৪:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইব্রাহীম খলিল প্রকাশ খলিলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লার লাকসাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) র‍্যাব -৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করে। গ্রেপ্তার ইব্রাহীম খলিল প্রকাশ খলিল কুমিল্লার বরুড়া এলাকার মোঃ মন্তাজ মিয়ার ছেলে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ট্রাক চাপায় প্রাণ গেল বৃদ্ধের
পরবর্তী নিবন্ধহাতকড়াসহ চমেক হাসপাতাল থেকে পালালো ডাকাত রফিক