নগরের বায়েজিদ বোস্তামী থানার তৈয়্যবিয়া হাউজিং সোসাইটির রাস্তার উভয়পাশে অবৈধভাবে গড়ে তোলা ১০টি দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। একই অভিযানে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করা এবং রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ৫ জনকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।