বায়েজিদ থানা কেন্দ্রীয় শান্তিকুঞ্জ বৌদ্ধ বিহারে ষোড়শ দানোত্তম কঠিন চীবর দানোৎসব গত ২ নভেম্বর উদযাপিত হয়। বিহারের উপাধ্যক্ষ ভদন্ত মেত্তাবিহারী ভিক্ষু অনুষ্ঠানের ১ম পর্ব উদ্বোধন করেন এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের পরিচালক ভদন্ত শাসন রক্ষিত মহাথের ও প্রধান সদ্ধর্মদেশক ছিলেন ভদন্ত মহাস্থবির বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের সহকারী পরিচালক। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শান্তিকুঞ্জ ফ্রাইডে ধাম্মা স্কুলের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন বিহার পরিচালনা কমিটির ধর্মীয় সম্পাদক মিঃ উত্তম বড়ুয়া।
দুপুর ২ ঘটিকায় শুরু হয় মূল অনুষ্ঠান কঠিন চীবর দানোৎসব ও ধর্মসভা। প্রচার ও প্রকাশনা উপ পরিষদের আহ্বায়ক অলক বড়ুয়া ও যুগ্ম সম্পাদক পিয়াল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের। উদ্বোধক বিহারাধ্যক্ষ বিপুলবংশ মহাস্থবির। ইন্দিরা চৌধুরী ও তার দলের সদস্যরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। প্রেস বিজ্ঞপ্তি।