বায়েজিদে ৯০টি ভারতীয় মোবাইলসহ যুবক গ্রেপ্তার

| শুক্রবার , ২৩ মে, ২০২৫ at ১০:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় ৯০টি ভারতীয় মোবাইলসহ জুবাদুর রহমান তালহা (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ মে) রাতে বালুচড়া চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘বৈধ কাগজপত্র ছাড়া ৯০টি ভারতীয় মোবাইল বহনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় মাটিভর্তি ডাম্পার জব্দ
পরবর্তী নিবন্ধপতেঙ্গা সৈকতে গুলিতে ঢাকাইয়া আকবর আহত, সন্দেহে ছোট সাজ্জাদের বাহিনী