স্বাস্থ্যসেবা সকলের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিএসআরএম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্যাটেলাইট ক্লিনিক চালু করা হয়েছে। নগরীর বায়েজিদ কলাবাগানের জেড এ আবাসিক এলাকায় ক্লিনিকটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হুসাইন আকবরআলী। তিনি বলেন, এই ক্লিনিকের মাধ্যমে স্থানীয় কমিউনিটির স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। আমরা বিশ্বাস করি, সুস্থ সমাজ গঠনে এটি উল্লেখযোগ্য অবদান রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বিনামূল্যে সেবা প্রদান এই অঞ্চলের মানুষের জন্য একটি বড় সহায়তা হবে। এই উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে।
বিএসআরএমের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুদ্দিন খান বলেন, বিএসআরএম সবসময় সমাজের কল্যাণমূলক কার্যক্রমে প্রতিশ্রুতিবদ্ধ। এই ক্লিনিক চালুর মাধ্যমে আমরা সামাজিক দায়বদ্ধতা পালনে আরেক ধাপ এগিয়েছি। এই ক্লিনিকটি প্রতিদিন অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা পরিচালিত হবে এবং স্থানীয় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এমন উদ্যোগ নেওয়ার জন্য তারা বিএসআরএমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, বিএসআরএম দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন স্তরে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং দারিদ্র বিমোচনে অবদান রেখে আসছে। এই স্যাটেলাইট ক্লিনিক সেই ধারাবাহিকতায় নতুন সংযোজন।