বায়েজিদে সাড়ে পাঁচ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ৭:২৭ পূর্বাহ্ণ

সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ। ধৃতরা হলেন মো. আলী (৩৮) ও মো. আব্দুল্লাহ (১৯)। গত মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়। বায়েজিদ থানার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রৌফাবাদ পাহাড়িকা আবাসিক এলাকার ৭ নং রোডের পশ্চিম মাথা মিজানের বাড়িতে অভিযান চালিয়ে আলী ও আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে সাড়ে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৯.৮২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধরেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ঈদ শুভেচ্ছা বিনিময়