চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় আলোচিত ১২ বছরের শিশু আজিম হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রনি আক্তারকে দীর্ঘ ৮ বছর পর গহিরা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭।
রোববার (২১ এপ্রিল) দুপুরের দিকে র্যাব-৭ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল রাউজান উপজেলার গহিরা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হাইদকিয়া এলাকার রিপন মিয়ার স্ত্রী রনি আক্তার।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার দৈনিক আজাদীকে বলেন, হত্যার বিষয়ে ভিকটিমের পরিবার বাদী হয়ে নগরীর বায়েজিদ বোস্তামী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে আসামি রনি আক্তারের বিরুদ্ধে আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করেন।
আদালত পুলিশ প্রদিবেদন এবং মামলার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আসামি রনি আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
সে আইন শৃঙ্খলাবাহিনী থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ৮ বছর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।