চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে লুণ্ঠিত টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত ছুরিসহ একজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বায়েজিদ থানাধীন কলাবাগান এলাকা থেকে মো. সাগরকে (২৪) গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল চৌধুরী গার্মেন্টসের বিপরীত পাশে ভুক্তভোগী মো. তাসফিক হোসেনের (১৬) মোবাইল ও নগদ ৮ হাজার টাকা ছিনতাই হয়। অভিযোগের প্রেক্ষিতে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়।
এ ব্যাপারে বায়েজিদ থানার ওসি মো. আরিফুর রহমান আজাদীকে বলেন, আমাদের প্রতিদিন ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। প্রায় প্রতিদিনই অপরাধী ধরা পড়ছে। আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে অপরাধীদের ধরতে তৎপরতা শুরু করে দিই। এ ঘটনায় আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। লুণ্ঠিত মোবাইল সেট ও অবশিষ্ট টাকা উদ্ধার এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।