বায়েজিদে পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ জানুয়ারি, ২০২৪ at ৮:১৭ পূর্বাহ্ণ

ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ। তাদের কাছ ছিনতাইকৃত মোবাইল, নগদ টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি অটোরিঙা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেনমো. সুজন, মো. রবিউল হাসান, মো. শাহিন, মো. খালেদ মাহমুদ সালমান ও মো. মাঈনউদ্দিন। গতকাল মঙ্গলবার বায়েজিদ বোস্তামী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত একটি মোবাইল ফোন, নগদ দুই হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিঙা জব্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে আড়াই কোটি টাকার আফিমসহ মাদক ব্যবসায়ী আটক
পরবর্তী নিবন্ধকোপাতে কোপাতে খুনির উল্লাসের ভিডিও ভাইরাল