নগরীর বায়েজিদ থানাধীন আতুরার ডিপো এলাকা থেকে মোহাম্মদ হোসেন মধু (৪০) নামে ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার সন্ধ্যার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মধু নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকার মোহাম্মদ মান্নানের ছেলে। গতকাল বৃহস্পতিবার র্যাব বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে।
র্যাব–৭ এর ভারপ্রাপ্ত উপপরিচালক (মিডিয়া) মো. সাদমান সাকিব জানান, গত ৫ সেপ্টেম্বর মধুর বিরুদ্ধে নগরীর চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তিনি গ্রেপ্তার এড়াতে নগরীর বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। আতুরার ডিপো এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।