বায়ে‌জিদে দুই মাদক কারবা‌রি আটক

| মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ১১:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে ৫ হাজার ৫০ ইয়াবাসহ মোঃ আলী (৩৮) ও মোঃ আব্দুল্লাহ (১৯) নামে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

মঙ্গলবার (৮ এ‌প্রিল) বিষয়‌টি নি‌শ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান।

আজ বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ পাহাড়িকা আ/এ, ৭নং রোডের পশ্চিম মাথা আমব্রেলা একাডেমির পশ্চিম পাশে জনৈক মিজানের বাড়িতে অভিযান চা‌লিয়ে তাদের আটক করা হয়।

ও‌সি বায়ে‌জিদ আ‌রিফুর রহমান আ‌রও বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক কারবারি সন্ত্রাসীদের বিরু‌দ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে‌ছি। আমি প্রতি‌দিন অ‌ভিযান প‌রিচালনা করছি। কোন অপরাধী আমার থানা এলাকায় স্থান হবে না।

পূর্ববর্তী নিবন্ধহালদা আইন অমান্য করে মাছ শিকারের অপরাধে তিনজনকে অর্থদণ্ড
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম থেকে এবার আন্দোলনে নামলো ফরেস্টার ও ফরেস্ট গার্ডরা