আবদুল হাকিম প্রকাশ রিংকু (২১) ও সালাউদ্দিন (২২) নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহার করা একটি চাকু ও ছিনতাইকৃত আইফোন উদ্ধার করা হয়। ধৃত হাকিমের বাড়ি ফেনী। দীর্ঘদিন ধরে সে আকবর শাহ শাপলা আবাসিকের শাহাজাহানের ভাড়াঘরে বসবাস করে আসছিল। সালাউদ্দিনের বাড়ি নোয়াখালী। তবে দীর্ঘদিন ধরে বিশ্বকলোনী কাঁচাবাজার এলাকায় বসবাস করে আসছেন।
সিএমপি’র সংবাদ বিজ্ঞপিপ্ততে জানানো হয়, আসাদ উদ্দিন রিয়াদ ও তার ছোট ভাই মিশকাত গত সোমবার বিকেলে আরেফিন নগর লিংক রোডে ঘোরাঘুরি শেষে বাসা ফিরছিলেন। লিংক রোড পুলিশ বিটের সামনে পৌঁছলে চারজন ছিনতাইকারী তাদের পথরোধ করে। এসময় চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে আসাদের কাছ থেকে একটি আইফোন, নগদ ১০ হাজার টাকা, একটি পাওয়ার ব্যাংক, জাতীয় পরিচয়পত্র এবং একটি ব্যাংকের ভিসা কার্ড ছিনতাই করে।
এ ঘটনায় আসাদ থানায় এজাহার দায়ের করে। এরপর পুলিশ সোমবার অভিযান চালিয়ে আবদুল হাকিমকে চাকুসহ গ্রেপ্তার করে। পরে তার দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে আকবর শাহ এলাকা থেকে গতকাল মঙ্গলবার বিকেলে সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ছিনতাইকৃত আইফোন জব্দ করা হয়।