বায়েজিদে দারোয়ান বাবুল খুনের মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৭:৪৩ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদে দারোয়ান বাবুল খুনের মামলার প্রধান আসামি নুর আলম সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার ভোরে খাগড়াছড়ির উত্তর গঞ্জপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই দিন চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী তারেক আজিজ দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে পুলিশ হন্যে হয়ে সুমনকে খুঁজছিল। একাধিক অভিযানের পরও তাকে ধারা যায়নি। সর্বশেষ গত সোমবার ভোরে খাগড়াছড়ির উত্তর গঞ্জপাড়ার দুর্গম পাহাড়ির এলাকার আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে ছদ্মবেশে তিনি সেখানে অবস্থান করছিলেন। গ্রেপ্তার সুমন বায়েজিদের অঙিজেন সৈয়দপাড়ার বাসিন্দা বলেও জানান।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, গত ১২ সেপ্টেম্বর বায়েজিদের আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের পাশের জলদার পুল এলাকায় খুনের শিকার হয় বাবুল। তিনি দারোয়ানের কাজ করতেন। একটি স্ক্র্যাপের দোকান থেকে জোরপূর্বক মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছিলেন আসামি সুমন। এর প্রতিবাদ করাতেই তিনি দারোয়ান বাবুলকে ছুরিকাঘাত করেন। পরে গত ১৭ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় বাবুল মারা যান। এ ঘটনায় বাবুলের ছেলে মো. জিসান বাদী হয়ে বায়েজিদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বায়েজিদ থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধআরো তিন মামলায় ফজলে করিমকে গ্রেপ্তার দেখানোর আদেশ
পরবর্তী নিবন্ধএকাত্তরকে পুঁজি করে আ. লীগ আলেমদের ফাঁসিতে ঝুলিয়েছে : হাসনাত