নগরীর বায়েজিদ থানাধীন চা বোর্ডের বিপরীতে সড়কের নির্জন এলাকা থেকে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত চারটি ছোরা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল মো. জীবন (২২), মো. আলাউদ্দিন (৩৩), মো. হাসান (২১), মো. রাফসান আহম্মদ প্রকাশ বুলবুল (২০) এবং মো. সেলিম (২২)। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চা বোর্ডের বিপরীতে ছোরাসহ ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তারা মূলত এলাকায় বিভিন্ন পয়েন্টে যাত্রী ও পথচারীদেরকে ছোরার ভয়ভীতি দেখিয়ে মূলবান জিনিসপত্র টাকা পয়সা লুট করে আসছিল। আসামিরা পেশাদার ছিনতাইকারী এবং ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বায়েজিদ থানায় মামলা রুজু করা হয়েছে।