বায়েজিদে ছিনতাইকৃত একটি পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ৪

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০২৩ at ৮:২৪ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ লিংক রোড এলাকা থেকে ছিনতাইকৃত একটি পিকআপসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেনমো. নাজিম উদ্দিন প্রকাশ নাঈম, মো. রবিউল হোসেন, মোহাম্মদ আলী ও মো. রাসেল। গত মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উদ্দিন আকবর আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মো. সুফিয়ান নামের এক ড্রাইভার মঙ্গলবার রাতে পিকআপ নিয়ে মুরাদপুর থেকে সীতাকুণ্ড যাচ্ছিলেন। পথে বায়েজিদ লিংক রোডের ৪ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা তার পিকআপ, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বিষয়টি তিনি আমাদের জানালে আমরা ভোর রাতেই অভিযান চালিয়ে চারজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করি। ছিনতাইকৃত পিকআপটিও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজজ আদালতেও জামিন মেলেনি ফখরুলের
পরবর্তী নিবন্ধঅগ্নিসন্ত্রাসে ক্ষতিগ্রস্ত শতাধিক বাস মালিকের সহায়তার আবেদন