নগরীর বায়েজিদ বোস্তামী থানার ড্রাইভার কলোনি এলাকা থেকে চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি মো. আলমগীর হোসেনকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত আলমগীর বায়েজিদ এলাকার মৃত বজল আহম্মদ সওদাগরের ছেলে। তিনি শ্রমিকলীগ বায়েজিদ বোস্তামী থানা শাখার সাধারণ সম্পাদক। বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. আরিফুর রহমান আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, যুবলীগ ক্যাডার আলমগীরের নামে বায়েজিদ থানায় চারটি ও চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় একটি চাঁদাবাজির মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তার পরবর্তী তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মো. আরিফুর রহমান।