নগরীর বায়েজিদ বোস্তামীর বিএসআরএম মোড় এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া এলাকার মৃত জাগির হোসেনের ছেলে সাইফুল ইসলাম। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সাইফুল ইসলাম লোহাগাড়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ)/৩০ ধারার একটি মামলার আসামি। তার বিরুদ্ধে ওয়ারেন্টও রয়েছে। মূলত ওয়ারেন্টমূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার পরবর্তী সাইফুলকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।












