বায়েজিদে আট জুয়াড়ি আটক

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৩২ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ থানাধীন পশ্চিম শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো, মো. ইমাম হোসেন (২৭), আল হাসান (২৪), মো. বেলাল (২৬), খায়রুল ইসলাম (২৬), সোহেল (২৩), তৌহিদুল ইসলাম (২৫), ফরহাদ সরকার (২৫), রবিউল হাসান (২৪)। বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, বায়েজিদ বোস্তামী থানাধীন পশ্চিম শান্তিনগর খালেক মিয়ার টিনশেড ঘরে জুয়া খেলারত ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী দখল দূষণ করে পৃথিবী ব্যাপী দেশের ইমেজ ধ্বংস করা হচ্ছে
পরবর্তী নিবন্ধআঞ্জুমানে গাউছিয়া আজিজিয়া আমিনিয়া ইদ্রিছিয়া দরবারে বার্ষিক ওরশ