নগরীর বায়েজিদ বোস্তামি এলাকার একটি কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ১৪টি সেমিপাকা ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ করে। রোববার দুপুর পৌনে ৩টার দিকে থানার শ্যামল ছায়া আবাসিক এলাকার ওই কলোনিতে আগুন লাগার এ ঘটনা ঘটে।