বায়ার্ন মিউনিখ ছাড়ছেন টমাস মুলার

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ৯:৩৫ পূর্বাহ্ণ

জার্মান ফুটবলার টমাস মুলারের সঙ্গে দুই যুগেরও বেশি সময়ের সম্পর্ক প্রিয় ক্লাব বায়ার্ন মিউনিখের। এবার সে সম্পর্কে ছেদ পড়তে যাচ্ছে। চলতি মৌসুম শেষে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই জার্মান ফরোয়ার্ড। তারকা হয়ে ওঠার পথে শৈশবে যে ক্লাবে যাত্রা শুরু, প্রিয় সেই ঠিকানায় ২৫ বছর কাটিয়ে, অসংখ্য শিরোপা জিতে এবং অনেক কীর্তি গড়ে শনিবার বিদায়বার্তা দেন মুলার। ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে নিজের ভাবনা জানান ৩৫ বছর বয়সী তারকা। ‘এটা পরিষ্কার যে আজকের দিনটি আমার জন্য অন্যান্য দিনের মতো নয়। বায়ার্ন মিউনিখের সঙ্গে আমার ২৫ বছরের পথচলা এই গ্রীষ্মে শেষ হবে। অনন্য সব অভিজ্ঞতা, দুর্দান্ত সব লড়াই এবং অবিস্মরণীয় সব সাফল্য নিয়ে অবিশ্বাস্য একটা যাত্রা ছিল। আমার ভালোবাসার ক্লাবে এমন ক্যারিয়ার গড়তে পেরে আমি খুবই কৃতজ্ঞ এবং আনন্দিত। এই ক্লাব ও এর চমৎকার সমর্থকদের সঙ্গে আমার বিশেষ সম্পর্ক আজীবন থাকবে।’ ১০ বছর বয়সে ২০০০ সালে বায়ার্নে পা রাখেন মুলার। যুব দলে আলো ছড়িয়ে ২০০৮ সালে জায়গা করে নেন ক্লাবটির মূল দলে। সেই থেকে কেবলই সামনের পানে ছুটেছেন তিনি, পেছন ফিরে তাকাতে হয়নি। পুরো সিনিয়র ক্যারিয়ার কাটিয়ে দিয়েছেন জার্মানির সফলতম ক্লাবটিতে, গড়েছেন নতুন নতুন ইতিহাস। সাফল্যে ভরা এই যাত্রা পথে টানা ১১টিসহ মোট ১২টি বুন্ডেসলিগা এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ৩৩টি শিরোপা জিতেছেন মুলার। এর মধ্যে দুবার তিনি স্বাদ পেয়েছেন ট্রেবল জয়ের। বায়ার্নের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও বিশ্বকাপ জয়ী এই তারকার দখলে, সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ৭৪৩টি ম্যাচ খেলেছেন তিনি। এত এত ট্রফি জিতেছেন, কিন্তু সাফল্যের ক্ষুধা তার যেন একটুও কমেনি। বিদায়বেলায় আবারও শোনালেন জয়ের আকাঙ্খা। তার কণ্ঠে মিশে রইল গত বছর লিগ শিরোপা জিততে না পারার হতাশা এবং এবার সেই ‘শূন্যতা’ পূরণের প্রত্যয়। ‘লিগ ট্রফি মিউনিখে ফিরিয়ে আনতে এবং ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে (এবারের ফাইনাল হবে বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়) আগামী সপ্তাহগুলোতে আমরা আমাদের সর্বোচ্চ নিংড়ে দেব।’

এক মৌসুম পর আবার বুন্ডেসলিগার মুকুট মাথায় তোলার অভিযানে বেশ দারুণ অবস্থানে আছে বায়ার্ন; ২৮ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা, দ্বিতীয় স্থানে থাকা বায়ার লেভারকুজেনের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে। আর চ্যাম্পিয়ন্স লিগে তারা উঠেছে কোয়ার্টারফাইনালে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের সামনে প্রতিপক্ষ ইন্টার মিলান। ৩২ দলের অংশগ্রহণে নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপ আগামী ১৫ জুন শুরু হয়ে শেষ হবে ১৩ জুলাই। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় খেলেই বায়ার্নে শেষ হবে মুলারের যাত্রা।

পূর্ববর্তী নিবন্ধআজ জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস
পরবর্তী নিবন্ধচেন্নাইকে হারিয়ে সবার ওপরে দিল্লি