বায়নার টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ী কারাগারে

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ জানুয়ারি, ২০২৫ at ৫:৫৯ পূর্বাহ্ণ

প্রতারণার মাধ্যমে আত্মসাত করা এক কোটিরও বেশি টাকা ফেরত না দিয়ে উল্টো মেরে ফেলার হুমকি দেয়ার ঘটনায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলী আকবর রাফি নামের ওই ব্যবসায়ী লুব অয়েল এবং গাড়ির টায়ার আমদানিসহ বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। কোতোয়ালী পুলিশ তাকে খুলশী এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পুলিশ জানায়, নগরীর খুলশীস্থ গ্রিণ ভিউ আবাসিক এলাকার ৮ নম্বর সড়কের বাসিন্দা মোহাম্মদ আলী আকবর রাফি, তার ভাই আলী হায়দার মুন্না এবং তাদের মা মদিনারা বেগম ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং এলাকার হক সাহেবের গলিস্থ নারিকেল তলায় দুই গন্ডা জায়গাসহ পাঁচতলা একটি আবাসিক ভবন বিক্রির জন্য মুহাম্মদ নাজিম উদ্দিন নামের এক ব্যক্তির সাথে চুক্তিবদ্ধ হন। জায়গা এবং বিল্ডিংটি তাদের পৈত্রিক সম্পত্তি। তাদের পিতা মোহাম্মদ আইয়ুব প্রকাশ আইয়ুব কন্ট্রাক্টর মারা যাওয়ায় জায়গাসহ ভবনটির মালিক দুই ভাই এবং তাদের মা বলে পুলিশ জানায়। ২ কোটি ৩০ লাখ টাকা দাম ঠিক করে বায়না করার জন্য বিভিন্ন তারিখের পে অর্ডার মূলে ব্যাংকের মাধ্যমে ১ কোটি ১৮ লাখ টাকা গ্রহণ করেন তারা। কিন্তু পরবর্তীতে জানা যায়, তারা বাড়িসহ জায়গাটি অন্য একজন মানুষের কাছে বিক্রি করে দিয়েছে। বিষয়টি নিয়ে মুহাম্মদ নাজিম উদ্দীন তাদের সাথে বৈঠক করে তার কাছ থেকে নেয়া টাকাগুলো ফেরত দেয়ার অনুরোধ করেন। কিন্তু তারা দিনের পর দিন ঘুরাতে থাকেন।

মুহাম্মদ নাজিম উদ্দিন অভিযোগ করেন, বিষয়টি নিয়ে আলী আকবর রাফির খাতুনগঞ্জের আল আরাফা ইসলামী ব্যাংক ভবনের চতুর্থ তলাস্থ আইয়ুব এন্ড কোম্পানির অফিসে গেলে তাকে টাকা না দিয়ে উল্টো প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়।

বিষয়টি নিয়ে তিনজনকে আসামি করে কোতোয়ালী থানায় গত ১৬ জানুয়ারি একটি মামলা রুজু করা হয়। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে খুলশীর গ্রিন ভিউ আবাসিক এলাকার বাসা থেকে আকবর আলী রাফিকে গ্রেপ্তার করে। পুলিশী উপস্থিতি টের পেয়ে অপর দুই আসামি পালিয়ে যায় বলেও কোতোয়ালী পুলিশ জানিয়েছে।

কোতোয়ালী থানা পুলিশের এসআই মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ১ কোটি ১৮ লাখ টাকা আত্মসাত এবং হুমকি দেয়ার ঘটনায় পুলিশ আলী আকবর রাফিকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতে চালান দেয়া হয়েছে। টাকা নেয়ার কথা সে স্বীকার করেছে। মামলার অপর দুই আসামি তার ভাই এবং মাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আদালত আলী আকবর রাফিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকোটার ১৯৩ জনের ফল স্থগিত
পরবর্তী নিবন্ধএনএসআই কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি,ওয়াকিটকিসহ আটক ২