বায়তুশ শরফ কমপ্লেক্সে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

| রবিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪১ পূর্বাহ্ণ

বায়তুশ শরফ কমপ্লেক্সের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পতেঙ্গার বায়তুশ শরফ শাহ আখতারিয়া আদর্শ দাখিল মাদ্রাসায় গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করেন পরিচালনা পরিষদের সদস্যরা। মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোর্শেদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন পতেঙ্গা বাইতুশ শরফ কমপ্লেক্স সভাপতি মোহাম্মদ আলী। প্রধান অতিথি ছিলেন পতেঙ্গা বায়তুশ শরফ কমপ্লেক্স পরিচালনা পরিষদের সেক্রেটারি মোহাম্মদ হানিফ। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মাবুদ।

প্রধান বক্তা ছিলেন মাদ্রাসা সুপার হাফেজ মুহিব্বুল রহমান। উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, অ্যাড. হুমায়ন কবির, অ্যাড. হুমায়ন কবির আবু বকর, হাফেজ ফয়েজ আহমদ, মোহাম্মদ হানিফ, মো. ইয়াহিয়া খালেদ তারেক, মোহাম্মদ আব্দুল মাবুদ, মো. আনসার বেগ, মোহাম্মদ ইউসুফ, মো. আলী আজম, মুহাম্মদ মুহিব্বুর রহমান সিকদার, মুহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ শহিদুর রহমান, মোহাম্মদ ইউসুফ ও মুহাম্মদ রেজাউল করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইস্টার্ন লুব্রিকেন্টস রেন্ডার্স পিএলসি’র ৫৬তম বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে এপেক্স জেলা-৩ এর বোর্ড মিটিং