বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা আদর্শ জাতি গঠনে ভূমিকা রাখছে

বার্ষিক সভায় আলোচকবৃন্দ

| শুক্রবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:০৪ পূর্বাহ্ণ

বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার ৪২ তম বার্ষিক সভা গতকাল বৃহস্পতিবার আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মাজিআ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আল্লামা সাইয়্যেদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী। প্রধান আলোচক ছিলেন আইআইইউসির প্রফেসর ড. মাওলানা বি এম মফিজুর রহমান আল আজাহারী। আলোচনা করেন অধ্যক্ষ আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নুরী। শুভেচ্ছা দেন, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক জামাল উদ্দিন, মাওলানা ওসমান গণি প্রমুখ। প্রধান অতিথি বলেন, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা নীতিনৈতিকতা সম্পন্ন আদর্শ জাতি গঠনে অনন্য ভূমিকা রাখছে। ১৯৮২ সালে বায়তুশ শরফের প্রধান রূপকার শাহসুফি আল্লামা আবদুল জব্বার (রহ.) কর্তৃক দ্বীনি ও আধুনিক বিজ্ঞান মনস্ক শিক্ষার মাঝে সমন্বয় সাধন করে গতানুগতিক মাদ্রাসা শিক্ষাকে অধিকতর যুগোপযোগী করার সুমহান লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এই মাদ্রাসা প্রতিষ্ঠা ছিল অন্যন্য সৃষ্টি। আত্মশুদ্ধি ও আধ্যাত্মিকতার অনুশীলন ও চর্চার ক্ষেত্রে বায়তুশ শরফ স্বতন্ত্র মহিমায় ভাস্বর এক ব্যতিক্রমী প্রতিষ্ঠান। সভাপতির বক্তব্যে শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মাজিআ) বলেন, ইলম অর্জনের পাশাপাশি আত্মার পরিশুদ্ধি চর্চা যদি মাদ্রাসাসমূহে কম হয়, তবে এ শিক্ষা ব্যবস্থা অন্তসার শুন্য হয়ে যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধলক্ষ্মীপুরের মান্দারীতে ইস্টার্ন ব্যাংকের উপ-শাখা উদ্বোধন