অক্সিজেনস্থ বায়তুল হিকমাহ মাদরাসার পাগড়ি ও ম্যারিট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান গতকাল শনিবার পাঠানপুর মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়। বায়তুল হিকমাহ ফাউন্ডেশন চট্টগ্রামের চেয়ারম্যান ডা. মাওলানা আবু তাহের মো. মাসুমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চবি আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। উদ্বোধক ছিলেন ৫ নং হালুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দারুল উলুম ফাজিল মাদরসার অধ্যক্ষ মুহাম্মদ মুহসিন ভূঁইয়া, চবি আরবি বিভাগের প্রফেসর ড. ফরিদুদ্দীন, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি, পাঠানপুর জামে মসজিদের খতিব ড. মুফতি মাহবুবুর রহমান, মো. ইসমাইল, বায়তুল হিকমাহ ফাউন্ডেশন চট্টগ্রামের সেক্রেটারী ডা. মো. কামাল উদ্দিন চৌধুরী, এস এম মুস্তফা আমিন মানিক, মুহাম্মদ সলিম উল্লাহ, অধ্যক্ষ মো. মামুন বিল্লাহ রায়হান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।