সাতকানিয়ার বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান পিএসসি বলেছেন শারীরিক ও মানিসক প্রশান্তির জন্য খেলাধুলার বিকল্প নাই। শিক্ষার এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে খেলাধুলা। খেলাধুলা শারীরিক দক্ষতাকে বাড়িয়ে তোলে। এ জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিতে হবে। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদেরকে সকল ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখে। তিনি গতকাল বুধবার বিকালে বায়তুল ইজ্জত বর্ডার গার্ড পাবলিক স্কুল ও বায়তুল ইজ্জত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের ডেপুটি কমান্ড্যান্ট ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কর্নেল মুহাম্মদ সোহেল–উস–সামাদ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ–সভাপতি লে: কর্নেল মহিব্বুল ইসলাম খান, পিএসসি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জামিলুর রহমানের সভাপতিত্বে ক্রীড়া শিক্ষক আবুল কালামের পরিচালনায় ও সিনিয়র শিক্ষক মোঃ আবদুল আলীমের সঞ্চালনায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিরতণ অনুষ্ঠিত হয়। সকল অতিথি, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের অফিসার ও অভিভাবকবৃন্দ মাঠে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের কমান্ড্যান্ট ও বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান, পিএসসি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।