সাতকানিয়ায় বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান বলেছেন, প্রকৃত শিক্ষার মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। মনুষ্যত্বকে জাগ্রত করতে না পারলে সেই শিক্ষার কোন মূল্য নাই। শিক্ষার্থীদেরকে পরীক্ষায় জিপিএ–৫ পাওয়ার পাশাপাশি নিজেকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলে দেশকে এগিয়ে নিতে হবে।তিনি গতকাল শনিবার বিজিটিসিএন্ডসির বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ হলে বায়তুল ইজ্জত বর্ডার গার্ড পাবলিক স্কুল হতে এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের ভারপ্রাপ্ত ডেপুটি কমান্ড্যান্ট ও বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি লে. কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান, বিদ্যালয়ের সহ–সভাপতি লে. কর্ণেল মহিব্বুল ইসলাম খান। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জামিলুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা শম্পা চৌধুরীর সঞ্চালনায় মপপশ বক্তব্য রাখেন শিক্ষার্থী সাবিহা ফারজানা ও সাওদা বিনতে নাসির। প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।