আগ্রাবাদ ছোটপুল নিবাসী সমাজসেবক মরহুম ইসলাম মিয়া প্রতিষ্ঠিত বায়তুছ ছফা জামে মসজিদের সমপ্রসারণের কাজ শুরু হয়েছে। গতকাল বাদে জুমা মসজিদ প্রাঙ্গণে সমপ্রসারণ কাজ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মরহুমের পুত্র মো. আরজ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব আবদুল মান্নান। অনুষ্ঠানে বক্তব্য রাখেব পূর্ব ছোটপুল সমাজ পরিচালনা পরিষদের সভাপতি কামাল উদ্দীন সর্দার, সমাজসেবক হাজী হোসেন আহমদ, সমাজ সেবক জাহাঙ্গীর আলম, আবদুল গনি, ওয়ায়েজকরনী সুনুক, পূর্ব ছোটপুল সমাজ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মো. সেলিম, আইন বিষয়ক সম্পাদক একে আজাদ। এতে উপস্থিত ছিলেন সমাজ সেবক শহীদ হোসেন, নওয়াব খান,সাইফুল ইসলাম, শাহ আলম, মো. জালাল, হাসমত আলি, শহিদুল হক বাবু, মো. সেকান্দর, মুজিবুর রহমান, মনজুর আলম, মহীউদ্দীন, ইউছুপ, দুলাল, আলী আজগর, ইসকান্দর মির্জা, আলী আকবর, বাবুল, মিজানুর রহমান লিটন, এয়াকুব, আজাদ, আলী আকরাম, নেজাদ প্রমুখ। পরে এলাকাবাসী ও পরিবারবর্গের পক্ষ থেকে মসজিদের প্রতিষ্ঠাতা ইসলাম মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।