বাম বিকল্প শক্তি গড়ে তুলতে হবে : সিপিবি

| শনিবার , ২৩ অক্টোবর, ২০২১ at ৯:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পাঁচলাইশ থানা কমিটির সমাবেশ থেকে নেতৃবৃন্দ ভোজ্যতেল, চালসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ও ষড়যন্ত্রমূলক মিথ্যে অভিযোগ দিয়ে টানা কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণের তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন।
কমিউনিস্ট নেতারা বলেন, গণমানুষের অর্থনৈতিক মুক্তির আন্দোলন গড়ে তুলতে বাম বিকল্প শক্তির বিকল্প নেই।নেতৃবৃন্দ এ লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
গত বৃহস্পতিবার নগরীর মুরাদপুর মোড়ে সিপিবি পাঁচলাইশ থানা সম্পাদক ও জেলাকমিটি সদস্য কমরেড রাহাতউল্লাহ্‌ জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কমরেড অমৃত বড়ুয়া, কমরেড মোহাম্মদ মহসিন, কমরেড লিটন কুমার বড়ুয়া, সায়েদুল হক প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন নোবেল বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুকে নিয়ে বিশ্বের ১৩০ শিল্পীর গান
পরবর্তী নিবন্ধএনায়েত বাজার মহিলা কলেজ ওরিয়েন্টশন প্রোগ্রাম