দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ মার্চ হরতালের সমর্থনে নগরীর ১৫ টি পয়েন্টে বাম জোট জেলা শাখার উদ্যোগে ট্রাক মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার নগরীর সিনেমা প্যালেসে উদ্বোধনী সমাবেশের পর ট্রাক মিছিল নিয়ে আন্দরকিল্লাহ, চকবাজার,গুলজার মোড়,বহদ্দারহাট, মুরাদপুর, আতুরার ডিপো, অক্সিজেন, বায়েজিদ, শেরশাহ, টেক্সটাইল, ২ নং গেইট, জিইসি,ওয়াসা, কাজীরদেউড়ী সহ ১৫ টি পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কমরেড অশোক সাহা, শফি উদ্দিন কবির আবিদ, আল কাদেরী জয়, নূরুচ্ছফা ভূঁইয়া, উত্তম চৌধুরী, জাহেদুন্নবী কনক, আকরাম হোসেন,রায়হান উদ্দিন, আহমেদ জসিম, এ্যানি সেন, প্রীতম বড়ুয়া,ঋজু লক্ষী ।
বক্তারা বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকার শুধু ব্যর্থ তাই নয়,বাজার সিন্ডিকেটের পাহারাদারের ভূমিকায় সরকার অবতীর্ণ হয়েছে। এ অবস্থায় মূল্যবৃদ্ধির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। নেতৃবৃন্দ আগামী ২৮ মার্চ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে হরতাল সফল করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।











