সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ এবং দুর্নীতি, লুটপাট, পাচারকৃত টাকা উদ্ধার ও বিচারের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গতকাল বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা শাখা।
জোটের জেলা সমন্বয়ক শফি উদ্দিন কবির আবিদের সভাপতিত্বে কর্মসূচি চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাহাঙ্গীর, বাসদ জেলা ইনচার্জ আল কাদেরি জয়, বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির সদস্য জাহেদুন্নবী কনক, গণমুক্তি ইউনিয়ন জেলা সভাপতি রাজা মিঞা, সিপিবি দক্ষিণ জেলা সভাপতি অধ্যাপক কানাইলাল দাশ, ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা সাধারণ সম্পাদক মসিউদ্দৌলা, গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা এড. আকবর মাহমুদ, ক্ষেতমজুর ও কৃষক সমিতির নেতা ফরিদুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা আহ্বায়ক হেলালউদ্দিন কবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর সভাপতি দীপা মজুমদার, কৃষক ফ্রন্ট নেতা আকরাম হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর সভাপতি মিরাজ উদ্দিন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন সিপিবি জেলা সভাপতি অশোক সাহা। প্রেস বিজ্ঞপ্তি।












