বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ-মিছিল

| শনিবার , ৩১ ডিসেম্বর, ২০২২ at ৫:৪২ পূর্বাহ্ণ

নির্দলীয় সরকারের তদারকিতে নির্বাচন দেওয়ার দাবিতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ নগরের সিনেমা প্যালেস চত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলবাসদ ইনচার্জ এবং বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলার সমন্বয়ক আল কাদেরী জয়। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি অশোক সাহা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলবাসদ (মার্ক্সবাদী)-র সদস্য আসমা আক্তার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলবাসদ চট্টগ্রাম জেলার সদস্য আকরাম হোসেন এবং সভা পরিচালনা করেন রায়হান উদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার সীমাহীন কারচুপির মাধ্যমে অনৈতিকভাবে ক্ষমতার মসনদে আসীন হয়। মেগাপ্রকল্প ও উন্নয়নের নামে জনগণের টাকা লুটপাটের মহোৎসব চালাচ্ছে সরকার। সমাবেশে বক্তারা, নিরপেক্ষতদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান এবং জনগণকে এই দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্পেশাল পিপি হিসেবে নিয়োগ পেলেন জিকো বড়ুয়া
পরবর্তী নিবন্ধজাগের-নুর ফাউন্ডেশনের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা