বাম গণতান্ত্রিক জোটের দাবি দিবস পালিত

| বুধবার , ১১ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:৪৬ পূর্বাহ্ণ

বাম গণতান্ত্রিক জোট জেলা শাখার দাবি দিবসের সমাবেশ গতকাল মঙ্গলবার আন্দরকিল্লার মোড়ে অনুষ্ঠিত হয়। বিশেষ ট্রাইব্যুনালে জুলাইআগস্ট হত্যাকাণ্ডের বিচার, আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রেশনিং প্রথা চালু, অর্থ পাচারকারীদের বিচারসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা শুরু করার দাবিতে দেশব্যাপী দাবি দিবস কর্মসূচি পালন করে এই জোট। বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্ক্সবাদী) চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ক কমরেড শফিউদ্দিন কবির আবিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমরেড অশোক সাহা, আল কাদেরী জয়সহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ।সমাবেশ পরিচালনা করেন বাসদ নেতা আহমদ জসীম। বক্তারা বলেন, ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটলেও সেই শাসন প্রশাসন ব্যবস্থা এখনো পাল্টায়নি। বিভিন্ন জায়গায় সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্ট হওয়ার ঘটনা, মাজার হামলার ঘটনা, হিন্দু সমপ্রদায়ের মানুষসহ জনগণের মধ্যে গভীর উৎকন্ঠা তৈরি হয়েছে। অতীতের মতন করেই গণহারে মামলার মাধ্যমে বিচারিক কার্যক্রম নিয়ে মানুষের পুরোনো ধারণাই প্রতিষ্ঠিত হচ্ছে। সমাবেশে বক্তারা এই কর্মসূচিতে বিশেষ ট্রাইব্যুনালে জুলাইআগস্ট হত্যাকাণ্ডের বিচার,সংস্কারের রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার জন্য অর্ন্তবর্তী সরকারের প্রতি দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৯ বছর পর হাছান মাহমুদসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধদুবাই থেকে ফেরত ৭ প্রবাসীকে শামসুল হক ফাউন্ডেশনের সংবর্ধনা