মীরসরাই উপজেলার মুহুরী প্রকল্প সড়কে বাড়ছে জনদুর্ভোগ। পুরো রাস্তাজুড়ে এখন গর্ত। জোরারগঞ্জ বাজার থেকে শুরু করে মুহুরী প্রজেক্ট পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়ক ক্ষতবিক্ষত হয়ে বেহাল দশা। আবার মিঠাছরা–বামনসুন্দর সড়কে ভরা খানাখন্দ। কোন কোন স্থান দিয়ে হেঁটে চলাও অসম্ভব হয়ে পড়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনায় পতিত হচ্ছে বিভিন্ন যানবাহন। সংস্কার সংশ্লিষ্টরা বলছেন, এসব সড়কের টেন্ডার প্রক্রিয়াধীন। তবে ভুক্তভোগীরা বলছেন–এসব প্রতিশ্রুতি সান্ত্বনা মাত্র।
এ বিষয়ে মীরসরাই উপজেলা প্রকৌশলী রনি সাহা বলেন, এ সড়কটি টেন্ডার প্রক্রিয়াধীন। আশা করছি খুব শীঘ্রই কাজ শুরু করা সম্ভব হবে। চট্টগ্রাম সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন বলেন, জোরারগঞ্জ–মুহুরী প্রজেক্ট সড়কসহ মোট ১৮ কিলোমিটারের জন্য দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে। জোরারগঞ্জ–মুহুরী প্রজেক্টের ৭ কিলোমিটার অংশটি ১৮ ফুট থেকে ৩৪ ফুট প্রশস্ত করে কার্পেটিংয়ের কাজ হবে। এছাড়াও মুহুরী প্রজেক্ট থেকে বেড়িবাঁধ হয়ে শিল্পজোনের বেজার গেট পর্যন্ত সড়কের বাজেটও অনুমোদন হয়েছে বলে জানান তিনি। কিন্তু ভুক্তভোগীরা বলছেন, এমন সব প্রতিশ্রুতি যেন নিত্যদিনের প্রত্যুত্তর বা সান্ত্বনা মাত্র।












