বামজোটের মিছিলে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

| বুধবার , ২৩ মার্চ, ২০২২ at ৯:০৬ পূর্বাহ্ণ

নগরীর জিইসি মোড়ে হরতালের প্রচার সমাবেশে হামলার প্রতিবাদে গতকাল বিকালে নগরীর সিনেমা প্যালেসে বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা বিক্ষোভ সমাবেশে আয়োজন করেছে। জোটের চট্টগ্রাম জেলা সমন্বয়ক ও সিপিবি জেলা সভাপতি কমরেড অশোক সাহার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সহসাধারণ সম্পাদক নূরুচ্ছফা ভূঁইয়া, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সচিব শফি উদ্দিন কবির আবিদ, বাসদ জেলা ইনচার্জ আল কাদেরী জয়, বাসদ নেতা রায়হান উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের চূড়ান্ত ব্যর্থতায় দ্রব্যমূল্যের অসহনীয় মূল্যবৃদ্ধিতে জনগণ আজ বিপর্যস্ত ও ক্ষুব্ধ। জনগণের এ প্রতিবাদকে রাজপথে ভাষা দিতে বামজোট ২৮ মার্চ হরতাল ডেকেছে। জনগণ এ হরতালের দাবির প্রতি অকুন্ঠ সমর্থন জানাচ্ছে। সমাবেশ শেষে জিইসি মোড়ে হরতালের প্রচার সমাবেশে সরকারদলীয় সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ও ২৮ মার্চ হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল
পরবর্তী নিবন্ধউত্তর কাট্টলীতে মতবিনিময় সভা