যদি চাই গড়তে এ দেশ, সঠিক পরিকল্পনা, তথ্য দিবো নির্ভুল সবাই জনশুমারি ও গৃহগণনা। দেশে হচ্ছে এবারই প্রথম ডিজিটাল শুমারি, জনসংখ্যার সঠিক তথ্যে শুমারি সফল করি। এমন কথায় গানে গানে জনশুমারি ও গৃহগণনায় সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় দুই তারকা ফজলুর রহমান বাবু ও মৌসুমী আক্তার সালমা।
দেশের মানুষকে জনশুমারি ও গৃহগণনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে তাদের গাওয়া জিংগেলটি ইতোমধ্যে সাড়া ফেলেছে। সেই সঙ্গে ভিডিওতে বাবু ও সালমার বাউল সাজে গায়কী দর্শকের নজর কেড়েছে। সেখানে উঠে এসেছে জনশুমারির গুরুত্ব ও নানান দিক। মোট কথা, জনশুমারির আগমনী বার্তা ছড়িয়ে দিচ্ছে জিংগেলটি।
এ প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, বেশ ভালো একটি উদ্যোগ। দেশের উন্নয়নের লক্ষ্যে সঠিক জনশুমারি ও গৃহগণনা জরুরী। আর এমন একটি কাজের সঙ্গে যুক্ত হয়ে বেশ ভালো লাগছে।
অন্যদিকে সালমা জানান, এমন একটি কাজের সঙ্গে যুক্ত হওয়া সত্যিই আনন্দের।
আশা করছি, জনশুমারি ও গৃগণনায় সবাই সঠিক তথ্য দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। সোশ্যাল মিডিয়ায় জিংগেলটি শেয়ার করেছেন এই গায়িকা। ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের তত্ত্বাবধানে আবদুল কুদ্দুসের পরিচালনায় জিংগেলটির কথা লিখেছেন মাহাবুব মোর্শেদ রিফাত এবং সংগীতায়োজনে আবু বকর সিদ্দিক।