ঝিম ধরা রাত–অফিস ফেরত কে খুলে দেবে দোর
চারপাশ বলা চিন্তা কি বাবু–মার নেই ঘুম ঘোর।
অলি গলি ঘেরা প্রেস পাড়া চারদিকে সুনসান
বাবু হাঁটছে–ছুটছে বাসায় শুরু থামা ঝিঁঝিঁ গান।
ভাইবোন ভিলা সিঁড়ির পরে সিঁড়ি ভাঙা পা ফেলা
ভাবছে বাবু জীবন কাটছে খুব খুব ভারি হেলা।
সেই চিলেকোঠা–দোকানপাট–সেই কোথা ফেলে আসা
খুব মনে পড়া হারানো পৃথিবী স্মৃতির পসরা ঠাসা।
টুনি পুকুর–কালো দেয়াল–কাঠ চিরানোর কল
ঢেবায় ঝাপাবে–ছুটছে ছুটছে ছেলে পিলে দঙ্গল।
বাঘ ছাল রোদে আহা কি শুকায়–গায় কটা গুলি দাগ
তুলোর মাঠে বল নামবে আগে ভাগে দল ভাগ।
চারতলা যেতে বাবু ফিরে যায়–ফিরে আসে কতো দিন
ফেলে আসা ভালোবাসার কী দিয়ে শোধে সে ঋণ।
দোর খোলে মা–ঝলমলে হাসে–সে আঁধার ডুবে যায়
সব হবে বাবু–সবই হবে– ‘বাবু তুই ঘরে আয়’।