আলোচিত মাহমুদা খানম মিতু খুনে বাবুল আক্তারের হাতের লেখার নমুনা গ্রহণের আদেশ চেয়ে আবেদন করেছে পিবিআই। আগামী ২২ মার্চ এ বিষয়ে শুনানি হবে এমনটাই জানিয়েছেন আদালত সংশ্লিষ্ট সূত্র। সূত্র জানায়, সম্প্রতি পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা আবেদনটি করেন।
আবেদনে উল্লেখ করা হয়, ‘তালিবান’ নামক একটি ইংরেজী বইয়ের শেষ পৃষ্টার পরের পাতায় থাকা ইংরেজী হাতের লেখার সহিত তুলনামূলক পরীক্ষার জন্য বাবুল আক্তারের ইংরেজী নমুনা হাতের লেখা প্রয়োজন। আহমেদ রশিদ নামের এক ব্যক্তির লিখা বইটি বাবুল আক্তারকে উপহার দিয়েছিলেন ইউএনএইচসিআর কক্সবাজার কার্যালয়ে কর্মরত ভারতীয় নাগরিক গায়ত্রী অমরসিং। উক্ত বইয়ের ৩য় পাতার গায়ত্রী নিজের হাতে লিখেন ‘০৫/১০/১৩, কক্সবাজার, বাংলাদেশ.’ হোপ দ্য মেমোরি অব মি অফারিং ইউ দিজ পারসনাল গিফট, সেল ইটারনালাইজ আওয়ার ওয়ান্ডারফুল বন্ড, লাভ ইউ, গায়ত্রী’। একই বইয়ের শেষ পৃষ্টা ২৭৬ এর পরের পাতায় বাবুল আক্তার নিজের হাতে ইংরেজীতে লিখেছেন ‘ফার্স্ট মিট: ১১ সেপ্টেম্বর ২০১৩, ফার্স্ট পিআর ইন কঙ: ৭ অক্টোবর ২০১৩, জি বার্থডে ১০ অক্টোবর, ফার্স্ট কিসড: ৫ অক্টোবর ২০১৩; ফার্স্ট বিচ ওয়াক ৮ অক্টোবর ২০১৩, মারমেইড উইথ ফ্যামিলি: ১১ অক্টোবর ২০১৩, টেম্পল রামু প্রেয়েড টুগেদার: ১২ অক্টোবর ২০১৩, রামু রাবার গার্ডেন চকরিয়া নাইট বিচ ওয়াক: ১৩ অক্টোবর ২০১৩’।