আলোচিত মাহমুদা খানম মিতু খুনে তার স্বামী ও সাবেক এসপি বাবুল আক্তারকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ফেনী কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল সকালের দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে তাকে সেখানে হস্তান্তর করা হয়। চট্টগ্রাম কারাগারের জেলার দেওয়ান তারিকুল ইসলাম আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আলোচিত এ হত্যা মামলায় গত ২২ মার্চ শুনানির দিন ধার্য ছিল। সে জন্য ফেনী থেকে তাকে আনা হয়েছিল। এখন আর কোনো শুনানি না থাকায় বিধি অনুযায়ী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে ফেনী কারাগারে প্রেরণ করা হয়েছে।