মাহমুদা খানম মিতু হত্যা মামলায় কারাগারে থাকা তার স্বামী সাবেক এসপি বাবুল আক্তারের সাথে সাক্ষাৎ করেছেন তার আইনজীবীরা। এ সময় পরবর্তী করণীয়সহ মামলা সংক্রান্ত নানা বিষয় নিয়ে তারা পুরো ১ ঘণ্টা কথা বলেন। গতকাল আদালত পাড়ায় থাকা নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসানের কক্ষে আদালতের নির্দেশে তারা এ আলাপ করেন। এর আগে বাবুলের সঙ্গে আলাপ চেয়ে তার আইনজীবীরা আদালতের কাছে আবেদন করেন।
বাবুলের আইনজীবী গোলাম মাওলা মুরাদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বাবুলের সঙ্গে সাক্ষাৎ চেয়ে আবেদন করলে আদালত ১ ঘণ্টার জন্য তা মঞ্জুর করেন। ঘটনার শুরু থেকে এখন পর্যন্ত ঘটে যাওয়া নানা বিষয়ে আমরা আলোচনা করেছি। সামনে কী কী আমাদের করণীয় রয়েছে, কী কী পদক্ষেপ নিতে হবে সে সব নিয়েও আলোচনা হয়েছে। সব মিলে আদালতের নির্দেশনা মেনে আমরা আলাপ সেরেছি।
তিনি বলেন, একই সময় আদালতের কাছে আমাদের আরো দুটি আবেদন ছিল। এর মধ্যে একটি হচ্ছে, মিতু খুনে তার পিতার করা দ্বিতীয় মামলায় সংগৃহীত সাক্ষ্য-প্রমাণ প্রথম মামলা তথা বাবুলের করা মামলায় ব্যবহার করা বেআইনি সংক্রান্ত আবেদন। এ বিষয়ে শুনানি শেষে আদালত বলেছেন, এ বিষয়ে পরে আদেশ দিবেন। অপরটি হচ্ছে, কারাগারে বাবুলকে ডিভিশন-১ দেয়া সংক্রান্ত আবেদন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেছেন। বাবুলের অপর আইনজীবী শিশির মনির আজাদীকে বলেন, স্ত্রী খুনে বাবুলের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ নেই। কেউ তা বলেননিও। মুসা নামের একজনের মাধ্যমে ষড়যতন্ত্র করে স্ত্রীকে হত্যা করিয়েছেন বাবুল আক্তার, এমনটা দাবি করলেও পিবিআই এখন পর্যন্ত সেই মুসাকে হাজির করতে পারেন নি। তিনি বলেন, সার্বিক বিষয়ে আমরা বাবুলের সঙ্গে কথা বলেছি। আশা করছি, বাবুল প্রতিকার পাবেন। আদালত সূত্র জানায়, মিতু খুনে বাবুলসহ ৭ জনের বিরুদ্ধে পিবিআইয়ের দেওয়া চার্জশিট গতকাল গ্রহণ করেছেন আদালত। ওই সময়-ই বাবুলের পক্ষে তার আইনজীবীরা উক্ত পৃথক তিনটি আবেদন করেন।