পিবিআই হেফাজতে নির্যাতন ও কারাগারে জীবনের নিরাপত্তা চেয়ে করা সাবেক এসপি বাবুল আক্তারের দুই আবেদন বিষয়ে আদেশ পিছিয়েছে। গতকাল আদেশের জন্য দিন ধার্য থাকলেও চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবুন্নেছা ছুটিতে থাকায় তা হয়নি। আগামী ২৫ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে উল্লেখ করে মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী আজাদীকে বলেন, বিচারক ছুটিতে আছেন। তাই আদেশ হয়নি।
আদালতসূত্র জানায়, পিবিআই হেফাজতে ১০ মে থেকে ১৭ মে পর্যন্ত নির্যাতন করা হয়েছে, এমন অভিযোগে গত ৮ সেপ্টেম্বর পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারসহ ৬ জনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবুন্নেছার আদালতে মামলার আবেদন করেন কারাগার থাকা বাবুল আক্তার। বনজ কুমার মজুমদার ছাড়া বাকী অভিযুক্তরা হলেন, পিবিআই চট্টগ্রাম জেলার এসপি মো. নাজমুল হাসান, পিবিআই চট্টগ্রাম মহানগরের এসপি নাঈমা সুলতানা, সাবেক পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা, সাবেক পিবিআই চট্টগ্রাম জেলার পরিদর্শক একেএম মহিউদ্দিন সেলিম ও এনায়েত কবির। এদের মধ্যে সন্তোষ কুমার চাকমা বর্তমানে নগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে এবং একেএম মহিউদ্দিন সেলিম ডিবির বন্দর জোনে এসি হিসেবে দায়িত্ব পালন করছেন। আদালতসূত্র আরো জানায়, ১১ সেপ্টেম্বর বাবুল আক্তার জীবনের নিরাপত্তা চেয়ে অপর একটি আবেদন করেন।












